চ্যানেল খুলনা ডেস্কঃআমরা কোনও অসাংবিধানিক কাজ করছি না। দেশনেত্রীর মুক্তির দাবিতে হাজার হাজার নেতাকর্মী ঘর ছেড়ে আজ রাজপথে নেমেছে। রাজপথই আমাদের ঠিকানা। যতক্ষণ পারি ততক্ষণ অবস্থান করবো। পুলিশ যেন আমাদেরকে উস্কানি না দেয়।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিশাল মিছিল বের করার পর হাজার হাজার নেতাকর্মী নিয়ে হাইকোর্টের সামনে অবস্থান গ্রহণ প্রসঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন।এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্টের দিকে অগ্রসর হয়। এর কিছুক্ষণ পরই মিছিলটি হাইকোর্টের দ্বিতীয় গেটে গিয়ে অবস্থান নেয়। এসময় হাইকোর্ট থেকেও বিএনপিপন্থি আইনজীবীসহ অনেকেই মিছিলে যোগ দেন।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর অবস্থান আর শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে গোটা হাইকোর্ট এলাকা। আশপাশের রাস্তাগুলোও অবরুদ্ধ হয়ে পড়েছে।মিছিল ও অঘোষিত অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, শওকত মাহমুদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।