সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
জনসচতেনতাই পাইলস্ থেকে মুক্তির অন্যতম উপায়- সিটি মেয়র | চ্যানেল খুলনা

জনসচতেনতাই পাইলস্ থেকে মুক্তির অন্যতম উপায়- সিটি মেয়র

একমাত্র জনসচেতনতাই পারে পাইলস্ থেকে মুক্তি দিতে। এ রোগ হলে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। পাইলস্ হলে লজ্জা না পেয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। অন্যান্য দিবসের মতো প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পাইলস্ দিবস পালন করতে হবে। যাতে করে জনগণ সচতেন হতে পারে। খুলনায় এ ধরণের উদ্যোগ এটাই প্রথম।

বিশ্ব পাইলস্ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।

মেয়র বলেন, খুলনায় এ ধরণের ক্লিনিক আছে তা আমার জানা ছিল না। আমি সত্যিই আনন্দিত এমন মহতি উদ্যোগের জন্য। পাইলস্ কোনো অসাধারণ রোগ নয়। এটি অন্যান্য রোগের মতোই সাধারণ একটি ব্যাধি। লজ্জা না পেয়ে ডাক্তারের পরামর্শে সহজেই এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তালুকদার আব্দুল খালেক আরও বলেন, পাইলসের প্রচার খুবই কম। এ রোগ থেকে মুক্তি পেতে কি কি করনীয় তা সাধারণ মানুষকে জানানোর জন্য এমন মহতি উদ্যোগ গ্রহণ করায় তিনি ডা: জওহর লাল সিংহের ভূয়সী প্রশংসা করে বলেন, আগে এ ধরণের ডাক্তার খুলনায় ছিল না। এখন প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে।

তিনি বলেন, এমন মহতি উদ্যোগে খুলনার মানুষ খুবই উপকৃত হবে। প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করে এ রোগ নির্মুল সম্ভব। পরবর্তীতে যেকোনো সহযোগিতার জন্য পূর্ণ আশ্বাস প্রদান করেন।
শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর বিএমএ ভবনের মিলনায়তনে বিশ্ব পাইলস্ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব পাইলস্ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পায়খানায় রক্ত মানেই পাইলস্ নয়, আলসার বা ক্যান্সার হলে বড় ভয়’।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: জওহর লাল সিংহ। টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা বিএমএ এর সভাপতি ডা: শেখ বাহারুল আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়।

বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্যদিয়ে “খুলনা গ্যাস্ট্রো-লিভার এন্ড কোলন-রেকটাম রিসার্চ সেন্টার” এর উদ্যোগে বিশ্ব পাইলস্ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে সকালে সাড়ে ৯টায় বিএমএ ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় প্রথম পর্বের আলোচনা সভা।

আলোচনা শেষে শহীদ ডা: মিলন চত্ত¡র থেকে একটি র‌্যালী বের হয়। এছাড়া বিশ্ব পাইলস্ দিবসের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে নগরজুড়ে ভ্রাম্যমান সাংস্কৃতিক প্রচার ও গ্যাস্ট্রো-লিভার এন্ড কোলন-রেক্টাম রিসার্চ সেন্টারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে পাইলস্রে আধুনিক চিকিৎসার ওপর এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারী বিভাগের অধ্যাপক ডা: আবু তাহের ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো-ইনটেস্টিনাল সার্জারী বিভাগের সহযেগী অধ্যাপক ডা: জওহর লাল সিংহ।

এছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শাহাজাদা, বিএমএ’র সহ-সভাপতি ডা: হারুন-অর-রশিদ, বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ডা: শওকত আলী লস্কর, বিএমএ’র সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: পরিতোষ কুমার চৌধুরী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাসুদ মাহমুদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর শাখার সভাপতি মফিদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাহিনুজ্জামান পণ, বামগণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মিজানুর রহমান বাবু, গ্লোবাল খুলনার শাহ মামুনুর রহমান তুহিন প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।