সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোহা চুরি, পিকআপসহ আটক ২ | চ্যানেল খুলনা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোহা চুরি, পিকআপসহ আটক ২

খুলনা নগরীর খালিশপুর চরের হাট এলাকায় অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডার শাখার গুদাম থেকে রড, অ্যাঙ্গেলসহ প্রায় সাড়ে ৫০০ কেজি লোহা চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে পিকআপসহ চুরি যাওয়া সেই লোহা উদ্ধার করেছে পুলিশ। এ সময় রমজান আলী ও মো. হাসান নামের দুই কর্মচারীকে আটক করা হয়। এ ঘটনায় খালিশপুর থানার এস আই আবদুল হালিম বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এদিকে চুরির সঙ্গে খুলনা মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম পাখির দুই অনুসারী কাজিম উদ্দিন ও জামাল হোসেন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে জামাল হোসেন খালিশপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডার শাখার নির্বাহী প্রকৌশলী খায়রুল হাসান জানান, গুদামের একপাশের সীমানা প্রাচীর ভেঙ্গে নতুন করে কাজ শুরু হয়েছে। এ অবস্থায় প্রায় গুদামের মালামাল চুরি হচ্ছে। শনিবার বেশকিছু মালামাল ধরা পড়েছে বলে শুনেছি। তিনি জানান, সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় নিরাপত্তা প্রহরী বাড়ানো কথা চলছিল। মেকানিক কাজিম উদ্দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ইলেকট্রিশান জামাল হোসেনও নিজ কাজের অতিরিক্ত হিসেবে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তাদের দুই জন দায়িত্বে ছিলেন। এ সময় পিকআপে মালামাল চুরির বিষয়ে তাদের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসছে। এর আগেও কাজিম উদ্দিনের চোরাই সিন্ডিকেট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডারে কোটি কোটি টাকার মুল্যবান মালামাল চুরি সাথে জরিত থাকলেও তাদের বিরুদ্ধে অজ্ঞাত কারনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোন বিভাগীয় ব্যাবস্থা গ্রহন করেনি । এই কাজিম উদ্দিন বিগত সরকারের আমলে স্থানীয় কাউন্সিলর খুরশিদ আলম টোনার শেল্টারে মুল্যবান যন্ত্রপাতি চুরি করতে । ৫ আগষ্টের পর স্থানীয় বিএনপির এক নেতা টোনা,মনিদের ব্যাবসা বানিজ্য দেখভাল করায় তার শেল্টারে থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভান্ডারের মালামাল চুরি করছে ।

খালিশপুর থানার এস আই আবদুল হালিম জানান, খালিশপুর কালিবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চলছিল। এ সময় একটি পিকআপ চেকপোস্টের সিগনাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পিক আপ থেকে সাড়ে ৫০০ কেজি লোহা উদ্ধার করা হয়। আটক রমজান আলী ও মো. হাসান তাদের সঙ্গে জড়িত ইলিয়াস ও কামাল মোল্লা নামের দুই জন শ্রমিকের নাম বলেছে। ওই ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্য কারও নাম প্রকাশ পায়নি।
এ ব্যাপারে শাহিনুল ইসলাম পাখির বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত নম্বরে অসংখ্যবার ফোন দেওয়া হরেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।
খালিশপুর থানা ছাত্রদলের আহ্বায়ক ফারুক হোসেন জানান, জামাল হোসেন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বিষয়টি মহানগরে জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

আজকের টপিক্স আরও সংবাদ

খুলনা থেকে রূপসা ও কপোতাক্ষ ট্রেনের যাত্রা বাতিল

হাসিব হত্যা মামলায় ২১ জ‌নের যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় চার জনের যাবজ্জীবন

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও গুলি উদ্ধার, আটক ৫

খুলনা রেঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের বদলি ও পোস্টিং লটারিতে, অনন্য দৃষ্টান্ত

খুলনায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।