আন্তর্জাতিক ডেস্কঃজম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর পরেই ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংকেও দিল্লির অধীনে নেয়ার দাবি উঠে আসে। জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার করার পাশাপাশি রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে মোদীর বিজেপি সরকার। দার্জিলিংকেও এবার বিধানসভাসহ কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু ভিস্তের।রাজু জানান, তিনি আশাবাদী, প্রতিশ্রুতিমতো ২০১৪-এর মধ্যে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’ করবে গেরুয়া শিবির। যদিও, পশ্চিমবঙ্গকে ভাগ করার কোনো রকম পদক্ষেপের বিরোধিতা করা হবে বলে জানিয়েছে রাজ্যটির শাসকদল তৃণমূল কংগ্রেস।সোমবার (৫ আগস্ট) জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ নম্বর ধারা প্রত্যাহার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরকে একটি বিধানসভাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখকে বিধানসভাবিহীন কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।বিমল গুরুং-এর নেতৃত্বাধীন গোর্খাজনমুক্তি মোর্চার তরফে বলা হয়েছে, পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা পালন করুক বিজেপি। পৃথক রাজ্যের দাবিতে প্রায় একদশক ধরে উত্তপ্ত কাঞ্চনজঙ্ঘা।