চ্যানেল খুলনা ডেস্কঃরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত মহাপরিকল্পনা লঙ্ঘনকারী অনুমোদনহীন আবাসন প্রকল্প এবং অবৈধভাবে জলাশয় ও নিচু ভূমি ভরাটকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার রাজউকের জোন-৩ অন্তর্ভুক্ত সাভারের আশুলিয়া এলাকার ‘দখিনা সিটি’ প্রকল্পের গেট, বিলবোর্ড, সাইনবোর্ড ও অফিসের একাংশ এবং ‘নিউ উত্তরা সিটি’ প্রকল্পের গেট ও ২টি বিলবোর্ড অপসারণ করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও উপ-নগর পরিকল্পনাবিদ শাহনেওয়াজ হকের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রসঙ্গত, একই এলাকায় গত ২৬ নভেম্বর দুটি অনুমোদনহীন আবাসন প্রকল্পের অবৈধভাবে নিচু ভূমিতে মাটি ভরাটের কাজ বন্ধ করাসহ একটি রেস্টুরেন্ট ও একটি নির্মাণাধীন কারখানার দেয়াল ভেঙে অপসারণ করে রাজউক কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।