ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের ২০২৩-২০২৫ মেয়াদের কাউন্সিলের পক্ষ থেকে ২১ জুলাই ২০২৩ ইং তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় খুলনা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়া এর নেতৃত্বে, সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, ভাইস-চেয়ারম্যানদ্বয় প্রফেসর ড. প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ও প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ, কাউন্সিল সদস্য প্রকৌশলী এম.ডি. কামাল উদ্দিন আহমেদ, ড. প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন, প্রফেসর ড. প্রকৌশলী পিন্টু চন্দ্র শীল, প্রফেসর ড. প্রকৌশলী মোঃ রাফিজুল ইসলাম, প্রকৌশলী নিবিড় মন্ডল, প্রকৌশলী মোঃ রুহুল আমিন, প্রকৌশলী আসিফ রুবায়েত হোসেন, প্রকৌশলী শেখ মারুফুল হক, প্রকৌশলী শেখ মওদুদুল হক, প্রকৌশলী ইকরামুল হক সহ অন্যান্য কাউন্সিল সদস্য এবং খুলনা অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে সমাধিস্থলে সকলে এক মিনিট নিরবতা পালন করেন এবং জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭১ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের নিহত সকল সদস্যের আতœার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় বঙ্গুবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার সুস্থ্যতা কামনা করে ও সকলে দোয়া করেন।