মঙ্গলবার সকাল ৮ টায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া-এর পরিচালনায় বয়রা উসওয়ায়ে হাসানা মাদ্রাসায় যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফ নূরী।
আগামী ৬ ই মার্চ ঢাকায় কেন্দ্রীয় ওলামা মশায়েখ সম্মেলন সফল এ প্রধান অতিথি দিকনির্দেশনা মুলক আলোচনা করেন।
সম্মেলন সফলে প্রচারণা, পোস্টারিং ও দাওয়াত এর বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাথে ঢাকায় সম্মেলনে অংশ নিতে ডেলিগেট নির্ধারিত করা হয়।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা মুমতাজুল করিম, মুফতী জিহাদুল ইসলাম, মুফতী ইলিয়াস জাহানাবাদী, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী আলী আহমাদ, মুফতী ইমরান হুসাইন, মুফতী জাকির হুসাইন, মাওলানা আবু সালেহ, মাওলানা ফজলুল কাদের, মুফতী মিরাজ মাহমুদ, মুফতী আমানুল্লাহ, মুফতী আব্দুল্লাহ, মাওলানা হুসাইন আহমাদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি