চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা পানি সরবরাহ প্রকল্পের আওতায় গ্রাহক পর্যায়ে সংযোগ প্রদান ও সরবরাহের কাজ ইতোমধ্যে শতকরা ৭৫ ভাগ শেষ হয়েছে। চলতি সপ্তাহেই পানি পাচ্ছে ১৬, ১৭, ১৮, ২৫ ও ২৬নং ওয়ার্ডের বাসিন্দারা। আর জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল গ্রাহকের কাছে পানি পৌঁছাবে।
জানা গেছে, নগরীর তীব্র পানি সংকট নিরসনে দুই হাজার ৫২৪ কোটি টাকা ব্যয়ে ‘পানি সরবরাহ প্রকল্প’ গ্রহণ করেছিল খুলনা ওয়াসা। উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাইকা এবং সরকারের যৌথ অর্থায়নে একটি টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়। ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হওয়ার কথা ছিল ২০১৭ সালের জুন মাসে। ওই মেয়াদকালে কাজ সম্পন্ন না হওয়ায় ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। সময় দুই বছর বাড়লেও প্রকল্পের ব্যয় বাড়েনি। যার বাস্তবায়ন কাজ জুন মাসে শেষ হয়। বর্তমান গ্রাহক পর্যায়ে পানি সরবারহের কাজ চলছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ বলেন, প্রকল্পের মূল কাজ শেষ হয়ে গেছে। এখন বাড়িতে বাড়িতে সংযোগ প্রদান, মিটার স্থাপন ও পানি সরবরাহের কাজ চলছে। যে সব বাড়িতে ওয়াসার পানির সংযোগ আগে থেকে আছে, সেখানেও প্রকল্পের আওতায় নতুন সংযোগ দেয়া হচ্ছে। তবে অনেক বাড়িতে মিটার খুলে রাখাসহ যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ায় সংযোগ প্রদানে কিছুটা বিলম্ব হচ্ছে। তারপরও ইতোমধ্যে শতকরা ৭৫ ভাগ শেষ হয়েছে। চলতি সপ্তাহে পানি পাচ্ছে ১৬, ১৭, ১৮, ২৫ ও ২৬নং ওয়ার্ডের বাসিন্দারা। আর আগামী জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল গ্রাহকের কাছে পানি পৌঁছাবে।