চ্যানেল খুলনা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান আন্দোলনকে ঘিরে ৪০ থেকে ৫০ জন আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন।
শুক্রবার (০১ নবেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় এই মামলাটি দায়ের করা হয়।
বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সহায়তা করার সময় সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল এর উপর হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে।
এদিকে ভিসির অপসারণের দাবিতে চলমান অবরোধ কর্মসূচী পালনকালে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে টেনে হেঁচড়ে পুরাতন কলা ভবনের ফটক থেকে নিয়ে আসেন সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে দেখা যায়। এই ঘটনার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেছেন সহকারী প্রক্টর তাদের দুইজন আন্দোলনকারীকে নির্যাতন করেছে। এ ব্যাপারে তারা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়ে সহকারী প্রক্টরের শাস্তি দাবি করেছেন।
সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবাল বলেন, তিনি হেনস্থা করেননি। বরং তিনি আন্দোলনকারীর কাঁধে হাত দিয়ে তাকে ফটক থেকে সরিয়ে দিয়েছেন। আর সরানোর সময় তাকে কেউ একজন আঘাত করে।