মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা ৩ আসনের বিএনপির অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় ৩ দিনের কর্মসূচি সফলের লক্ষে খালিশপুর থানা স্বেচ্ছাসেবকদলের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সদ্য ঘোষিত খালিশপুর থানা স্বেচ্ছাসেবকদলের অাহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব অালাউদ্দিন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মুনতাসীর অাল মামুন, যুগ্নসম্পাদক ইউসুফ মোল্লা।
অারো উপস্থিত ছিলেন অাহবায়ক কমিটির যুগ্ম অাহবায়ক বেল্লাল হোসেন সুমন,যুগ্ন অাহবায়ক মাসুম পারভেজ পলাশ,যুগ্ন অাহবায়ক সাইফুল ইসলাম, সদস্য মোঃঅাশরাফ হোসেন, মোঃ হানিফ, মীর মোঃ অাল – অামিন, অাকরাম হোসেন, শহিদুল ইসলাম, মোঃশাহঅালম,সাইদুল ইসলাম তুহিন, অাঃহালিম,নাহিদ হোসেন,অাল-ইমরান সাদিক রাজু, মোঃ হেলাল হোসেন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় তিন দিনের কর্মসুচি গ্রহন করা হয়েছে। আগামিকাল সকালে থানার গুরুত্বপুর্ন পয়েন্টে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরন, ৩০ শে মে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং ৩১ শে মে দুপুরে দরিদ্রভোজের আয়োজন করা হবে।
সভা শেষে স্বেচ্ছাসেবকদলের প্রয়াত সভাপতি শফিউল বারি বাবু, থানা স্বেচ্ছাসেবকদলের প্রয়াত আহবায়ক মোস্তফা আরিফ সিদ্দিকী শুভর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।