চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গেজেটভুক্ত ও স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধ হওয়া স্থলবন্দরের কার্যক্রম আবারও চালু করতে দৌলৎগঞ্জ -মাঝদিয়া বাস্তবায়ন কমিটির সদস্যদেরকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে স্থলবন্দরটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার,সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি পেশার ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান স্থলবন্দরটি পরিদর্শন কালে স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সদস্য ও সাংবাদিকদের আলোচনায় স্থলবন্দরটি পুণরায় চালু করতে তিনি আন্তরিক ভাবে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এ সময় বলেন, দৌলৎগঞ্জ-মাঝদিয়া বন্দরটি চালুর জন্য সব ধরনের অনুকুল পরিবেশ বিদ্যমান রয়েছে। তাই তিনি মনে করেন,সরকার বন্দরটি পুণরায় চালুর অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। বন্দরটি চালু করা গেলে দেশ বড় অংকের রাজস্ব পাবে। অন্যদিকে এলাকায় একটি বিরাট অংশের বেকারত্ব দুর হবে।