ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা এর উদ্যোগে জেলার আওতাধীন সকল উপজেলা ও ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল তিনটায় পাওয়ার হাউজ মোড়স্থ জেলা কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি মাওলানা মো: শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মুজিবুর রহমান, আলহাজ্জ শেখ জামিল আহমাদ, জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মুফতি আব্দুল জব্বার আজমি, মাওলানা মোঃ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মুফতি মোঃ আশরাফুল ইসলাম, মোহাঃ মুহিব্বুল্লাহ, মাওলানা মোহাঃ আসাদুল্লাহ হামিদী, মোহাঃ জাহিদ হাসান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ রেজাউল করিম, মোঃ হায়দার আলী,শেখ মুঃ ওলিয়ার রহমান, ক্বারী মোঃ জামাল হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ রওশন আলী,মোঃ শফিকুল ইসলাম দাকোপ,আলঃ মোহাঃ শফিকুল ইসলাম ডুমুরিয়া, মাওঃ মাহবুবুল আলম মাওলানা মোঃ হারুন অর রশিদ।
উপজেলা ও ইউনিয়ান প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চালনা পৌরসভা সভাপতি আলহাজ্ব আবু দাউদ ও পৌর সেক্রেটারি শফিকুল ইসলাম, কয়রা উপজেলা সেক্রেটারি মোহাঃ আহসানুল্লাহ , কয়রা উপজেলার জয়েন সেক্রেটারি মুফতি মোঃ শাহিনুর রহমান, চাদখালী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সাত্তার ঢালী, চাঁদখালী ইউনিয়নের সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, গদাইপুর ইউনিয়নের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, দিঘলিয়া উপজেলার মোঃ নুরুল হুদা সাজু রুপসার মাওলানা মাসুদুর রহমান রওফি, আল আমিন শেখ, পাইকগাছা উপজেলার মুফতি বেলাল হোসেন, মোহাম্মদ সেলিম, সরদার মাওলানা মোস্তফা কামাল হাবিবি, সরদার আব্দুল হালিম মোঃ জামাল উদ্দিন, মোহাঃ আবুল বাসার, শ্রীফলতলা ইউনিয়নের মোঃ আশরাফুল ইসলাম বিশ্বাস,মোঃ আব্দুস সাত্তার, মোঃ আহমদ আলী আইচগাতী ইউনিয়নের গাজী জাহিদুর রহমান, ডুমুরিয়ার জিএম নওশের মোল্লা,মোঃ ওমর ঢালী, মোঃ আমিরুল ইসলাম, সাহস ইউনিয়ন আলমগীর হোসেন শিমুল, মোঃ মিজানুর রহমান হোসেন আলী সিরাজুল ইসলাম, মোঃ আরজান কাজী মাওলানা রুহুল আমিন, মোঃ আনোয়ার হোসেন কিবরিয়া, মোঃ শেখ আব্দুল হাফিজ,মোঃ রফিকুল ইসলাম, মোঃ লিটন প্রমুখ।
সভায় আগামী ১৭ নভেম্বর শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের উপস্থিতিতে সদস্য সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।