সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সেপ্টেম্বর মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইনে জুম প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় প্রধান অতিথি সিটি মেয়র বলেন, নগরীর শেরে বাংলা রোড চার লেনে উন্নীত করণের চলমান কাজের ক্ষেত্রে ঐ এলাকা দিয়ে নগরীর পানি অপসারণের জন্য প্রস্তাবিত ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করতে সিটি কর্পোরেশনের পরিকল্পনার সাথে সমন্বয় প্রয়োজন। গোলচত্ত্বর রাস্তার চারপাশে পানি অপসারণের ব্যবস্থা করতে হবে। ময়ূর নদের ওপর ২০১৩ সালে নির্মিত অপরিকল্পিত ব্রিজ নদের পানি প্রবাহ বাঁধাগ্রস্তের পাশাপাশি নগরীর সৌন্দর্য নষ্ট করছে। নতুন ব্রিজের পরিবর্তে ময়ূর নদের ওপর আধুনিক ও দৃষ্টিনন্দন ব্রিজ স্থাপন করা দরকার।
এছাড়া নির্মাণাধীন বিভাগীয় শিশু হাসপাতালের রাস্তা নির্মাণে ভূমি অধিগ্রহণ বিষয়ে সভায় ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ হতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণে রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ সুষ্ঠুভাবে চলমান আছে। সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা স্থাপনের কাজ এগিয়ে চলেছে। প্রত্যেক উপজেলায় অক্সিজেন ব্যাংক স্থাপন করে রোগীদের সহজে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
আমদানি বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে খুলনার বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে সভায় জানানো হয়।
দেশের একমাত্র জেলা হিসেবে খুলনায় সরকারের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হওয়ার এর সাথে যুক্ত ইউএনও, খাদ্য বিভাগসহ সকলকে সভা হতে ধন্যবাদ জানানো হয়।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান প্রমুখ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন।  সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

অর্ণবের বাড়িতে শোকের মাতম, মা জানেন না সন্তানের হত্যাকাণ্ডের কথা

খুলনার ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম বহিস্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।