খুলনা জেলা বিএনপি’র প্রথম যুগ্ম-সম্পাদক শেখ আবু হোসেন বাবুকে আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে আটক করে নাশকতার অভিযোগে দায়েরকৃত পুরানো মামলায় গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, করোনা আক্রান্ত আবু হোসেন বাবু হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন; এ অবস্থায় তাকে গ্রেফতার করে জেলহাজতে নিক্ষেপ করাটাকে চরম অমানবিক বলে বিবৃতিতে উল্লেখ করেন নেতৃবৃন্দ। অবিলম্বে জেলা বিএনপি নেতা আবু হোসেন বাবুর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তারা।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি