চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা সংকটের ভয়াবহ বাস্তবতাতেও, চাল চুরিতে ব্যস্ত কিছু ডিলার, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মী।এবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি থেকে সরকারি ৮৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে মেহেদী হাসান বাঘা নামে এক ডিলারকে আটক করেছে র্যাব-৫।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) বিকেলে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করে। আটক ডিলার বাঘা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের কোলা-গণিপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশীদ জানান, খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত স্বল্প মূল্যের চাল দরিদ্রদের মধ্যে বিতরণ না করে উপকারভোগীদের নাম রেজিস্ট্রারে নিজেই স্বাক্ষর করে এই ডিলার। পরে কাঁঠালবাড়ি মোড়ে তার গুদাম ঘরে ৮৫ বস্তা চাল অবধৈভাবে তিনি মজুদ করেন।
খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে এবং ডিলার বাঘাকে আটক করে। এ ঘটনায় আক্কেলপুর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।