ক্রীড়া ডেস্কঃশুরুটা একেবারে বাজে ছিল। তাতে আবারও হোঁচট খাওয়ার উপক্রম হয়। তবে দ্বিতীয়ার্ধে দারুণ পারফরম্যান্সে ঠিকই জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে দলকে এগিয়ে নিলেন সার্জিও আগুয়েরো। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করলেন কেভিন ডি ব্রুইন। তাতে ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে বছর শেষ করল পেপ গার্দিওলার দল।
বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি সিটি। ৩০তম মিনিটে স্বাগতিকদের জালে শেফিল্ড ইউনাইটেড বল জড়ালেও ভিএআরের সাহায্য নিয়ে অফ-সাইডের বাঁশি বাজান রেফারি। বাকি সময় ছিল ম্যানসিটির আধিপত্য।
এই জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সিটি। ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা লিভারপুল। দুইয়ে থাকা লেস্টারের পয়েন্ট ২০ ম্যাচে ৪২। ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৩১ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে ছয়ে আছে টটেনহ্যাম হটস্পার।