ঝিনাইদহের সদর থানা ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং চোরদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ছোট বড় ১৫টি গরু উদ্ধার করা হয়। আজ সোমবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ থানায় প্রেসবিফিং করে এ তথ্য নিশ্চিত করেন এএসপি আবুল বাশার (সদর সার্কেল) ঝিনাইদহ।
গ্রেফতারকৃতরা হলো, উজ্জল কাজী (৩৫), জিয়া শেখ (৪২), সুজন ওরফে মিলন (৪২), আলামিন কাজী (২৯), সেকেন্দার আলী ফকির (৪৫), রুবেল গাজী (৩৫) এবং শেখ ওহাব (৫০)।
বিফিংয়ে জানানো হয়, গত ১২ অক্টোম্বর দিবাগত রাতে কালীগঞ্জ শহরের ফয়লা এলাকা থেকে গনজের আলীর ৭টি গরু এবং ১৬ অক্টোবর ঝিনাইদহ সদর থানার হামদহ ঘোপপাড়া এলাকার জালাল গাজীর ৬টি গরু চুরি হয়। উক্ত চুরির ঘটনার প্রেক্ষিতে কালীগঞ্জ থানা ও ঝিনাইদহ সদর থানায় গরু চুরির ২টি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর ঝিনাইদহ পুলিশ সুপারের নির্দেশনায় এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়ার নেতৃত্বে ঝিনাইদহ সদর থানা ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার এবং চুরি হওয়া ১৫টি গরু উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারের আগে তথ্য প্রযুক্তি ব্যবহার এবং সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ৭ চোরকে সনাক্তপূর্বক খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে ৭ জন আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য গ্রেফতার ও তাদের দেওয়া তথ্যেও ভিত্তিতে চুরি হওয়া ছোট বড় ১৫টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আজই আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হবে এবং চুরি হওয়া গরুগুলো আদালতের মাধ্যমে যাচাই করে প্রকৃত গরু মালিকদের নিকট হস্তান্তর করা হবে।