ঝিনাইদহ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে। কিন্তু এবার এমন এক সময়ে ৪৯তম স্বাধীনতা দিবস সামনে এল, যখন নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে বাংলাদেশসহ সারা বিশ্ব আক্রান্ত।
তাই ঝিনাইদহে সীমত আকারে পালিত হোল মহান স্বাধীনতা দিবস। সকালে শহরের প্রেরণা-৭১ চত্বরে স্বাধীনতার মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম),জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার সহ জেলা প্রশাসন,জেলা পুলিশ ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগন।