বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটি জনিত কারণে ফিশিং ট্রলার “এফ ভি জান্নাতুল ফেরদৌস, এফ ভি আব্দুল্লাহ-১ ও এফ ভি মায়ের দোয়া” ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় কোস্টগার্ড জাহাজ কর্তৃক ২০ আগস্ট ২০২২ আনুমানিক সকাল সাড়ে ৭টায় ভারতীয় জলসীমায় ১০ জন জেলেকে উদ্ধার করে এবং তাদের মাধ্যমে জানা যায় আরও মাঝি নিখোঁজ রয়েছে।পরবর্তীতে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজ ও এয়ারক্রাফট এর মাধ্যমে নিখোঁজ জেলেদের টহল জোরদার করে এবং আরও ২২জন জেলেসহ সর্বমোট ৩২জনকে উদ্ধার করে। ভারতীয় কোস্টগার্ড ২৩ আগস্ট ২০২২ দুই দেশের কোস্টগার্ডের সমঝোতার মাধ্যমে ৩২জন জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন এর নিকট হস্তান্তর করেন।অতঃপর বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ অপরাজেয় বাংলায় স্থানান্তর করত উক্ত জেলেদের কোস্টগার্ড বার্থ মংলায় নিয়ে আসা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত ৩২জন জেলেকে মংলা স্থানীয় প্রতিনীধির নিকট কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক হস্তান্তর করা হয়।