দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা চতুর্থ মেয়াদে ও পঞ্চমবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মেধা, প্রজ্ঞা, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন সম্ভব হয়েছে, যার মাধ্যমে তাঁর প্রতি এদেশের সাধারণ মানুষের অবিচল আস্থা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তথা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সর্বস্তরের মানুষের আস্থার প্রতিফলন ঘটেছে। অদূর ভবিষ্যতে তাঁর নেতৃত্বেই এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বিশ্বের বুকে এই দেশ ও জাতি আরও মর্যাদার আসনে সমাসীন হবে বলে আমার বিশ্বাস।’ বিবৃতিতে উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।