টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আট বছরের এক কন্যা শিশু মারা গেছে। আজ রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই শিশুটি মারা যায়।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিমউদ্দিন করোনা উপসর্গে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত শিশুটির বাবা এক সপ্তাহ আগে ঢাকা থেকে বাড়িতে আসে। তিনি ঢাকায় একটি মসজিদে ইমাম হিসাবে কর্মরত ছিলেন। তিনি বাড়িতে আসার পর কিছু দিন যাবৎ ওই শিশুটি জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিল। আজ সকালে সে মারা গেছে।
তিনি আরো জানান, ওই শিশু ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ঐ বাড়ির আশপাশের লোকদের তাদের সংস্পর্শে না যেতে বলা হয়েছে।
ইউএনও নাকিব হাসান তরফদার বলেন, শিশুটির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে ও বাড়িটি বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।