টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছে অসহায় ও দরিদ্র মানুষ। তাই করোনা মোকাবেলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আশ্রয়ন কেন্দ্র গুলোর দুঃস্থ ও অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার পাটগাতী, বর্নি, কুশলী, গোপালপুর ইউনিয়নের ৯ টা আশ্রয়ন কেন্দ্র ও গুচ্ছ গ্রামের ৩’শ পরিবারের মাঝে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি রসুন। এসময় টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলি নূর, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা সহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।