টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন খুলনা-৪ রূপসা-তেরখাদা-দিঘলিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা।
২০ ডিসেম্বর বুধবার দুপুর ২ টার দিকে টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন কেসিসি’র ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, খুলনা মহানগর ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান সানি, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ওলিউর রহমান খান, আব্দুর রহমান সজল সহ পরিবারের সদস্যরা।
এস এম মোর্ত্তজা রশিদী দারা খুলনা-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার ছোট ভাই। তিনি জানান অবহেলিত রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারি ভোটের লড়াইয়ে মাঠে থাকবেন।