চ্যানেল খুলনা ডেস্কঃভারসাম্যহীন এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার পর টেনে হিচড়ে বাংলাদেশের নো ম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২১) ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি দিনাজপুরের অধীন মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বিজিবিকে বিতর্কে ফেলার জন্য বিএসএফ সদস্যরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করছেন ওই সীমান্তের দায়িত্বে থাকা বিজিবির সদস্যরা।
হরিপুর উপজেলার ৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম জানান, হরিপুর উপজেলার ৪২ বিজিবি দিনাজপুরের অধীন মিনাপুর সীমান্তে নো ম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে একটি লাশ ভারসাম্যহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
এ বিষয়ে বিজিবি জানায়, পড়ে থাকা ভারসাম্যহীন মরদেটি ভারতীয় নাগরিকের। তবে তার পরিচয় জানা যায়নি। মিনাপুর বিওপির বিজিবির সদস্যরা বলছেন, যুবকটি মুসলমান হওয়ায় তাকে পিটিয়ে মেরে টেনে হিচড়ে সীমান্তের কাছে ফেলে যায় বিএসএফ। যেহেতু সে ভারতীয় নাগরিক তাই এটি ভারতের অভ্যন্তরীন বিষয় বলেও জানান তিনি।