চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি মনির উদ্দিন আহমেদের রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আবেদন না মঞ্জুর করেন।সাংবাদিক মনিরের পক্ষে আইনজীবী আক্তার জাহান রুকু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটির তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান সাংবাদিক মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত রিমান্ডের ওই আবেদন না মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর সাংবাদিক মুনির উদ্দিন আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। ভোলায় পুলিশ ও জনতার সংঘর্ষকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে তার বিরুদ্ধে খুলনা সদর থানার এস আই শরিফুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।