সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ছেলের বউকে রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প | চ্যানেল খুলনা

ছেলের বউকে রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প

নভেম্বরে নির্বাচনের পরপরই ডোনাল্ড ট্রাম্প তার জামাতা জেরেড কুশনারের বাবা, চার্লস কুশনারকে ফ্রান্সে রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এবার ছেলের বউ কিম্বারলি গিলফয়েল ট্রাম্পকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেন। এমন সময় ট্রাম্প তাকে বেছে নিলেন যখন গিলফয়েলের সঙ্গে তার স্বামী জুনিয়র ট্রাম্পের ছাড়াছাড়ির গুঞ্জন চাউর হয়েছে।

কিম্বারলি সাবেক ফক্স নিউজ হোস্ট এবং রাজনৈতিক অর্থদাতা। তিনি ২০২০ সালের ৩১ ডিসেম্বর থেকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমান তাদের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছে।

গ্রীসে রাষ্ট্রদূত হিসেবে গিলফয়েলের নিয়োগের ঘোষণার সময় ট্রাম্প তাকে বছরের পর বছর ধরে একজন ঘনিষ্ঠ বন্ধু এবং মিত্র হিসেবে উল্লেখ করেছেন। তবে তার ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনো কথা বলেননি।

তিনি বলেন, গ্রীসের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনে তিনি সম্পূর্ণরূপে উপযুক্ত, যা প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য এবং অর্থনৈতিক উদ্ভাবনসহ নানা বিষয়ে আমাদের স্বার্থের অগ্রগতি সাধনে সহায়ক হবে।

এছাড়াও সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, আইন, মিডিয়া এবং রাজনীতিতে গিলফয়েলের ব্যাপক অভিজ্ঞতা এবং নেতৃত্বের পাশাপাশি তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তাকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত যোগ্য করে তুলেছে।

তবে মঙ্গলবারের ঘোষণার আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্পের বড় ছেলে, ডোনাল্ড জুনিয়র, সোশ্যালাইট বেট্টিনা অ্যান্ডারসনের সঙ্গে ডেটিং করছেন।

মঙ্গলবার, ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ‘আইট গার্ল’ বেট্টিনা অ্যান্ডারসনের কয়েকটি ছবি প্রকাশ করে, যা তাদের সম্পর্কের অস্বীকারযোগ্য প্রমাণ হিসেবে বর্ণনা করা হয়।

এখন পর্যন্ত ট্রাম্পের অফিস বা গিলফয়েলের পক্ষ থেকে সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সূত্র: এবিসি নিউজ

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

মিশরে খোঁজ মিলল আরেক ফেরাউন রাজার সমাধি, ভেতরে যা ছিল

কোন কোন দেশে সুগার ড্যাডির সংখ্যা বেশি?

ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি

নিজের ধর্ষণের বর্ণনা শুনিয়ে মার্কিন হাউসকে হতবাক করলেন ন্যান্সি

পাঁচ দফায় মুক্ত ৫৫০ ফিলিস্তিনি ও ১৮ ইসরাইলি জিম্মি

বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করলেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।