২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন লাইফস্টক কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ ২০২৪ রবিবার ১৫জানুয়ারি দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর ইন্সটিটিউট অব লাইফস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএল এস টি) আই এল এসটি অডিটেরিয়ামে ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউট অব লাইফস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএল এস টি) অধ্যক্ষ ডাক্তার নূরুল্লাহ মোঃ আহসান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগের প্রাণিসম্পদের পরিচালক ডাক্তার মোঃ লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়ার শাহাপুর সরকারী মধুগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার কর্মকার, খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, স্বাগতম বক্তব্য দেন খুলনা বিভাগীয় উপ- পরিচালক ডাক্তার স্বপন কুমার,ডাক্তার মোঃ জাহিদুল ইসলাম, বক্তব্য দেন ডাক্তার মোঃ নজরুল ইসলাম, ডাক্তার মশিউর রহমান, ডাক্তার মোঃ জাকির হোসেন, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, ইউ পি সদস্য মোঃ মেজবাহুল আলম টুটুল, ছাত্রী সাদিয়া সুলতানা, ছাত্র হাফেজ মোঃ মোজাহিদুর রহমান, ছাত্রী মৌমিতা বিশ্বাস, প্রমুখ।
আলোচনার পূর্বে কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণির সকল ছাত্রছাত্রীকে অতিথিবৃন্দ রজনীগন্ধার ফুলের স্টিক দিয়ে বরণ করে নেন কলেজের প্রিন্সিপালসহ অতিথি বৃন্দ,নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়। সার্বিক সন্চলনায় ছিলেন মোল্লা পরাগ ইমাম, ও ফারজানা মারিয়া কবীর।