ডুমুরিয়ার বয়ারসিং এলাকায় চিংড়ি মাছে অপদ্রব্য পুষ করার অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বয়ারসিং এলাকার মাছ ব্যবসায়ী দিপংকর সানা চিংড়ি মাছে অপদ্রব্য(জেলি) পুষ করে মাছ বিক্রির উদ্দেশ্যে পরিবহন যোগে শহরে নিয়ে যাচ্ছে। বিষয়টি ইউএনও সাহেবকে জানালে তিনি তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে রওনা দিয়ে ওই এলাকার সুন্দরবুনিয়া ব্রীজের নিকট পৌঁছায়ে মাছ পরিবহনের ভ্যানটি চ্যালেঞ্জ করে মাছ গুলি পরীক্ষা-নিরিক্ষা করে অভিযোগের সত্যতা পান। এ অপরাধে মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমান ধার্য্য করে আদায় এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্য মানের ১০০কেজি বাগদা চিংড়ি জব্দ করে তা বিনষ্ট করেন।
অভিযান পরিচালনায় সহযোগীতা করেন থানা পুলিশের সদস্যবৃন্দ, নির্বাহী অফিসার ও মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।