ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী অফিসার আসাদুর রহমান।
সভায় বক্তব্যদেন ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, ডুমুরিয়া
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুস সাত্তার, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেক্টার মোঃ মনির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, শরিফুল ইসলাম, ইন্জিনিয়ার রাসেল এ্যাডভোকেট আলমগীর হোসেন, প্রমুখ।
এসময় আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বর মাঠে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।