খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলা ফায়ার স্টেশন’র সামনে গতকাল সন্ধ্যা পনে ৬টায় ভেঙ্গেপড়া মোটর-ভ্যান’র পেছনে আঘাত করে মোটর সাইকেল চালক এনজিও কর্মী মোহাম্মদ ইব্রাহিম(৪২) প্রাণ হারিয়েছেন। আর ৪ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মী সুত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে ডুমুরিয়া বাজারের দিকে আসার পথে ফায়ার স্টেশন’র সামনে ছোট কালভার্টের উচু-নিচু অতিক্রম করার সময় হঠাৎ একটি মোটর-ভ্যানের সামনের চাকার ফর্ক ভেঙ্গে ছিটকে পড়ে। ওই সময় পেছন দিক-দিয়ে আসা দ্রুতগতির একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটায় পড়া ওই ভ্যানের বডিতে সজোরে আঘাত করে। তখন মোটর সাইকেল চালক টাঙ্গাইল জেলার ধানবাড়ি এলাকার বাসিন্দা, ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় কর্মরত এনজিও কর্মী মোহাম্মদ ইব্রাহিম মারাত্মক আঘাত পেলে প্রচুর রক্ত ক্ষরণ হয়। আর তার সহযাত্রী একই এনজিও কর্মী ও একই জেলার বাসিন্দা রেজাউল করিম(৩৫)’র পা কেটে যায়। একই সময়ে পেছন থেকে আসা আরও একটি মোটর সাইকেল ঘটনার আকষ্মিকতায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক ইসমাইল হোসেন(৩৫) সামান্য আহত হয়। অপরদিকে ভেঙ্গে-পড়া ভ্যানের যাত্রী জান্নাতুল বেগম(৪০)’র ডান পা ভেঙ্গে গেছে। আর তার সহযাত্রী সুমিত্রা ফৌজদার(৫০) সামান্য আঘাত পেয়েছেন।
এ প্রসঙ্গে ডুমুরিয়া ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা আ. ছাত্তার বলেন, আমাদের অফিসের সামনে দূর্ঘটনার শব্দ শুনেই আমরা যেয়ে আহতদের উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া হাসপাতালে পাঠাই। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হুমায়রা বেগম বলেন, আমাদের হাসপাতালে আনার আগেই মো. ইব্রাহিম প্রাণ হারিয়েছে। আর অন্যরা চিকিৎসা নিচ্ছে।