সোমবার ২৭ এপ্রিল ২০২২ সকাল ১১টার সময় ডুমুরিয়ার টিপনা ভিলেস সুপার মার্কেট চত্বরে সাসটেইনেবল এগ্রিকালচার,ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২) বিশেষ সাধারণ সভা ২০২২ সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখি সমবায় সমিতি লিমিটেডের উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কো কপারিটির সভাপতি মোঃ ইছাক আলী শেখ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্হাপক ফিল্ড অপারেশন মোঃ শহিদুল ইসলাম,ব্যবস্হাপক সফল উত্তরন কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, ম্যানেজার পুষ্টি সেক্টর সলিডারিডাডের ডা: অতিশ বাঁচার, সফল নিরাপদ কৃষিপণ্য বিপণন উৎপাদনমুখির সহ-সভাপতি সবিতা রাণী দাস, কোরান পাঠ করেন টিপনা পূর্ব পাড়া জামে মসজিদে ইমাম শহিদুল ইসলাম সরদার, গীতা পাঠ করেন সবিতা কর, কোপারিটির ৩৫০জন সদস্য উপস্থিত ছিলেন, কো-অপারেটিভের উপজেলার ১৫৬ টি উৎপাদন কারী দলকে কো- অপারেটিভ এর সাথে সম্পৃক্ততা করে শেয়ার সংস্কারের মাধ্যমে মূলধন সৃষ্টির মাধ্যমে ভিলেজ সুপার মার্কেট কেন্দ্রিক ব্যবসা সৃষ্টির মাধ্যমে আউটলেট মানের মিনাক্স ও গবাদি প্রাণীর খাদ্য উৎপাদন করে আরো বৃদ্ধি করা বর্তমানে সমিতির মাধ্যমে সফল মিঠাই ঘর প্রোটিনের পি এল ব্যবসা ও গবাদি প্রাণীর খাদ্য উৎপাদন করে বিপণন করা ও কৃষকের মাঝে সেবা প্রদান করা। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন সলিডারিডডাড এর মোঃ তৈয়বুর রহমান।