ডুমুরিয়ার কৃষক প্রতিবন্ধী আবুল হোসেন সরদারকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কারে রৌপ পদক প্রদান করা হয়েছে।
খুলনার ডুমুরিয়ায় কৃষি কাজে সফল উদ্যাক্তা আধুনিক প্রদ্ধতিতে চাষাবাদের সফলতার বিশেষ অবদানের স্বীকৃত স্বরুপ শ্রবণ প্রতিবন্ধী আবুল হোসেন সরদার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কারে রৌপ পদক প্রদান করা হয়েছে।
১২ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে এ পুরষ্কার তুলে দেয়া হয়।
এসময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. আব্দুল রাজ্জাক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন জানায়, ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মাদার সরদারের ছেলে শ্রবণ প্রতিবন্ধী আবুল হোসেন সরদার শারিরীক সীমাবন্ধতাকে জয় করে বিভিন্ন ধরনের সবজি, ফল ও বীজ উৎপাদনের স্বীকৃতি স্বরুপ তাকে এবছর “বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার ১৪২৬” এর রৌপ্যপদক প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন ডুমুরিয়া উপজেলা কৃষিতে সম্বদ্ধ। প্রতিটি অঞ্চলে নুতন নতুন উদ্যাক্তা সৃষ্টি করে কৃষিকে সম্বদ্ধির দিকে নিতে কৃষি দপ্তর কৃষকের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে।