সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় নবীন শিক্ষার্থীকে। বুধবার (১ ফেব্রুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম , প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ,কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানপ্রমুখ।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, ডুমুরিয়া উপজেলা মহিলা স্মৃতি মহাবিদ্যালয় এ উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।