চ্যানেল খুলনা ডেস্কঃ ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে করোনা ভাইরাস সংক্রমনে সতর্কতা, আগামি ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ২৫শে মার্চ গণহত্যা এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম।
সভায় উপদেষ্টা সদস্য হিসেবে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমদ, ভাইস চেয়ারম্যান, গাজী আব্দুল হালিম, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডাঃ সুফিয়ান রোস্তম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, ডুমুরিয়া জাতীয় পত্রিকা সাংবাদিক ফোরামের সভােতি এম,এ এরশাদ, সাধারন সম্পাদক সুমন ব্রক্ষ্ম, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, সদস্য খান মহিদুল ইসলাম, গাজী মাসুম, আরিফুজ্জামান নয়ন, আ’লীগ নেতা আছফর হোসেন জোয়ারদার, ছাত্রলীগ নেতা খান আবুল বাসার প্রমুখ।
সভায় সভাপতি জানান যে সম্প্রতি বিশ্ব ব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। যার প্রেক্ষিতে আমাদের দেশও একেবারে ঝুকি মুক্ত নয়। তাই করোনা ভাইরাস সংক্রম মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রস্তুুতি গ্রহন করা হয়েছে। বিষয়টি নিয়ে যাতে কোন প্রকার গুজব ছড়ানো বা গুজবে কান না দেয়ার জন্যে সকলের প্রতি অনুরোধ জানান।
সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী আগামি ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস, ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে বিস্তারিত কর্ম সূচী প্রণয়ন করা হয়।