একজন সফল নারী মুক্তা চাষী সীমা মিস্ত্রি। বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সীমা মিস্ত্রি’র কথা ।রংপুর শাপলা মহিলা সিবিও এর উদ্যোগে এবং দি স্যালভেশন আর্মি, আন্দুলিয়া প্রজেক্ট এর সহায়তায়, স্বাদু পানির ঝিনুকে মুক্তা চাষ কার্যক্রমে তিনি একজন নারী সফল কৃষক।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ প্রতিবেদককে জানান, গ্রামাঞ্চলের নারীরা এখনও বহুলাংশে পুরুষদের তুলনায় পিছিয়ে রয়েছেন। তাছাড়া গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মিষ্টি পানির পুকুর রয়েছে। সেকারণে নিজেই সাবলম্বী হতে নারীরা বাড়ির পুকুরে ঝিনুকে মুক্তা চাষ করতে পারেন। আর পরবর্তীতে আশপাশের এলাকার নারীরা তার দেখাদিয়ে স্বাদু পানির ঝিনুকে মুক্তা চাষ কার্যক্রম শুরু করবেন বলেও আশবাদব্যক্ত করেন তিনি।