চ্যানেল খুলনা ডেস্কঃ ডুমুরিয়ার শরাফপুরের বানিয়াবাজার সংলগ্ন এলাকায় ভূমিদস্যুদের হামলায় জখম থানা আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শৈলেন্দ্র নাথ দাশসহ তিনজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসীরা হাসপাতালে এসে তাদের মামলা না করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তাদের। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১৪ আগস্ট সকালে ডুমুরিয়ার কালিকাপুর মৌজায় বানিয়াবাজার সংলগ্ন এলাকার শৈলেন্দ্র নাথ দাশের (৭৫) পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি স্থানীয় ভূমিদস্যুরা জবর দখলে নিতে ঘর বাঁধার চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিতে গেলে শৈলেন্দ্র নাথ দাশ, তার ভাই সুবোল দাশ ও পুত্র দেবদাস দাশ সন্ত্রাসীদের হাতুড়ি পেটায় জখম হয়। স্থানীয় মৃণাল দাশের পুত্র চিহ্নিত ভূমিদস্যু জয়ন্ত দাশের পক্ষে ভূমি দখলে আসে সোহরাব বিশ্বাস, মাহবুব ফকির, মাহবুব শেখ, মিঠু মোল্লা ও হালিম শেখসহ আরও ১৫-২০ জন। স্থানীয় একজন জনপ্রতিনিধি তাদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ আহতদের।
শরাফপুর ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি বলেন, “ঘটনাটি লোক মুখে শুনেছি। তবে কোন পক্ষকে আমি আশ্রয়-প্রশ্রয় দেইনি। জমিজমা নিয়ে আদালতে মামলা বিচারাধীন আর মারামারির বিষয় থানা পুলিশ দেখবে; আমার কি?”