ডুমুরিয়ায় দুস্হ অসাহায় হত দরিদ্রদের মানবিক সহায়তার নিয়ে দরিদ্রপরিবারের পাশে দাঁড়িয়েছেন জার্মান প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান বাপ্পী।
গত কাল সোমবার ডুমুরিয়ার চুকনগর ডিগ্রি কলেজ মাঠে দুস্হ অসাহায় হত দরিদ্র পরিবারের সদস্যদের সহায়তা প্রদান করা হয়।
ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান বাপ্পী চুকনগর এলাকার মৃত শাহাজাহান আলীর পুত্র। তারা সপরিবারে জার্মানিতে বসবাস করেন। করোনা মহামারি শুরু থেকে আজ পর্যন্ত কর্মহীন হয়ে পড়া মানুষদের অর্থ সহায়তা করে আসছেন। প্রত্যেকটি আপাদ বিপদের দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ান বাপ্পী। এমনকি অর্থের অভাবে চিকিৎসা না করতে পারা অসুস্থ লোকদের পাশে গিয়ে আর্থিক সহায়তা ছাড়াও চিকিৎসার ব্যবস্থা করেন।
গতকাল সোমবার চুকনগর ডিগ্রি কলেজ মাঠে ৬০০টি পরিবারের মাঝে ১০ কেজি চিকন চাল, ২ ধরনের ডাল, তেল, চিনি, লবণ ও খেজুর প্রদান করেন। মালা মাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, আওয়ামী লীগ নেতা ও চুকনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার শরিফুল ইসলাম ডুমুরিয়ার চুকনগর প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন, শরিফুল ইসলাম আব্দুস সালাম প্রমুখ।