ডুমুরিয়ায় ড্যাম-ট্রাক অতিক্রম করতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টায় খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী বাস যার নং-খুলনা মেট্রো জ ১১-০০৭৬ সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। বাসটি ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন পৌঁছে একটি ড্যাম-ট্রাককে অতিক্রম করতে যায়। তখন অতিক্রমের সুযোগ না পেয়ে বাসটি উল্টে পাশের গোলনার খালের পানিতে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে সিয়াম (২১), শিশু মুনিয়া (২), মাসুম (৪০), রিপন (৫১), উম্মে সালমা (৪০), জাহাঙ্গীর আলম (৪০), সৈকত সাহা (২০), আবুল কালাম (৪০), নাইম (১৯), জাহিদ হাসান (১৯), সুমন সাহা (২৭), হাসান আলী (৪৯), পাপড়ী বেগম (৩৫), আমিনুর রহমান (৬০), সাব্বির (২২), নুর ইসলাম (৪৫), আশোক রায় (২৭), রিমা খাতুন (১৮), সাবিনা পারভীন (৩৪), নুরুজ্জামান (৪৫), রফিকুল ইসলাম (৪০)।
এ ঘটনায় ডুমুরিয়া উপজেলা ষ্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনাটি আমাদের ষ্টেশনের সামনে হয়েছে। তবে বাসটির অর্ধেক অংশ পানিতে থাকায় যাত্রীদের ক্ষয়ক্ষতি বেশি একটা হয়নি। আর সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার কাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে প্রেরণ করেছি। এছাড়া পানির তলদেশে কেউ আটকে আছে কি’না এজন্য উদ্ধার কাজ অব্যাহত আছে।
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাঃ রাকিজ খান জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর ১০/১২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর সামান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।