খুলনার ডুমুরিয়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা ও জুয়াড়িসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতভর ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। রবিবার (১৩ জুন) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, থানার এস আই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে শাহপুর মধুগ্রাম কলেজের পাশ থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাসানপুর গ্রামের কেসমত আলী সরদারের পুত্র আবু মুসা (২০), আনোয়ার সরদারের পুত্র মহিদুল সরদার(২১) ও মধুগ্রামের আব্দুল জলিলের পুত্র জনি গাজী (১৯)কে আটক করে।
এস আই হাফিজুর রহমানের নেতৃত্বে ডুমুরিয়া সদর ইউনিয়নের গোলনা এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাস ও নগদ টাকাসহ গোলনা গ্রামের বাপ্পী খান (২০), মোঃ ইয়াসিন শেখ(৪০), মহিউদ্দীন শেখ(৩৫), মাহাফুজুর রহমান খান(২০), হেমায়েত খান(২২), আজাদ খান(২৭), শরিফুল ইসলাম শেখ(৩০), রাশেদুল ইসলাম(২৫), আমিনুর রহমান শেখ(২৫), তৈয়েবুর রহমান শেখ(২২), মোঃ আরিফ খান(২২)কে আটক করা হয়।
এছাড়া থানার এস আই শিহাব উদ্দীনের নেতৃত্বে মালতিয়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় চুকনগর এলাকার রফিকুল ইসলাম(৩৪), ইয়াসিন গাজী(২৫), নজরুল ইসলাম(২২), রবিউল ইসলাম(৩০) ও মালতিয়া গ্রামের শাহীন মোড়ল(২৮) আটক করে। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে আরাজী সাজিয়াড়া গ্রাম থেকে সিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি আতাউল্লাহ শেখ(২৭) কে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং জুয়া আইনে পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।