মঙ্লবার দুপুর আনুমানিক ১ টায় ডুমুরিয়ার জিলেরডাঙ্গা গ্রামের তালতলায় সুকুমার বালার ছেলে সুব্রত বালার গলদা ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করা হয়। বিষ প্রয়োগ করার ফলে গলদা ও অন্যান্য মাছ ভেসে ওঠে। ভেসে ওঠা মাছ ধরার সময় হাতেনাতে ধরা পড়েন পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে আসামী কৃষ্ণ মন্ডল(৩৫)। আসামীকে ধরে ঘের মালিক ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তর ও থানায় খবর দেন।
খবর পেয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে আসামীকে পুলিশি হেফাজতে নেন।
ডুমুরিয়া উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে আসামীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৪২ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ২৭৩ ধারা অনুযায়ী আসামী কৃষ্ণ মন্ডল (৩৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার প্রসিকিউশন দাখিল করেন ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবুবকর সিদ্দিক। তিনি বলেন এ ধরনের জঘন্য অপরাধকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় আইন অমান্যকরীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।