ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ কেজি মাছ বিনষ্ট করা হয়েছে। বুধবার বিকেলে
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসের একটি দল ডুমুরিয়া সদরের তমা ফিস নামে একটি চিংড়ী মাছের ডিপোতে অভিযান চালায়। এ সময় চিংড়ীতে অপদ্রব্য (জেলি) পুশকৃত অবস্থায় ৩ ট্রেতে প্রায় ৫০ কেজি মাছ জব্দ করা হয়। এবং ডিপোতে মালিককে না পেয়ে আরো ১৯ ট্রে ভালো মাছ জব্দ করে উপজেলা চত্বরে এনে ভ্রাম্যমান আদালতের নির্দেশ মোতাবেক উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু বকর সিদ্দিকর নেতৃত্বে ওই ভালো মাছ উন্মুক্ত ডাকের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। এবং পুশকৃত প্রায় ৫০ কেজি মাছ বিনষ্ট করা হয়।