শেখ মাহতাব হোসেন :: ডুমুরিয়ায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ( ২য় পর্যায়ে), (২য় সংশোধিত)এর আওতায় ১ম ধাপ ও ২য় ধাপের ১৮ জনকে ১ম পর্যায়ে দুই দিন ব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে ইউনিয়ন পর্যায়ে ১৮ জন ও শিল্পকলায় ১৮ জন মৎস্য চাষিদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ এর বাস্তবায়ন করেন উপজেলা মৎস্য অধিদপ্তরের ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তর ।
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ( ২য় পর্যায়ে), (১ম সংশোধিত)এর আওতায় ১ম ধাপ ও ২য় ধাপের আরডি ও এফ এফ -দের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ( ২য় পর্যায়ে)এটিএম তৌফিক মাহমুদ, ফুলতলা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, ডুমুরিয়া খামার ব্যাবস্থাপক মেহেদী হাসান প্রমুখ।
প্রযুক্তি প্যাকেজে গলদা, পাবদা,ভেটকি মাছ ছয় জন আর ডি (রেজাল্ট ডেমোনেসট্রেটর) ফলাফল প্রদর্শক) ৩০ জন জন এফ এফ বন্ধু চাষী ৩৬ জনকে ২য় ধাপে প্রশিক্ষণ শেষে মাছের পোনা সাইনবোর্ড ও রেডি ফিড প্রত্যেকের মাঝে বিতরণ করা হবে। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন চাষি নির্বাচনের ক্ষেত্রে দেশীয় প্রজাতীর মাছ চাষি অগ্রাধিকার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে খুলনা জেলায় দেশীয় প্রজাতীর মাছ চাষে বিপ্লব ঘটানো হবে।