খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০১ (এক) জন গ্রেফতার।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে ২৩জানুয়ারী রাত্র ৮ টার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন নরনিয়া সাকিনস্থ জনৈক রবিউল ইসলাম লিটন এর ফার্নিচারের দোকানের সামনে খুলনা টু যশোর মহাসড়কের উপর থেকে আসামী ১। আক্তারউজ্জামান ওরফে নুনু (৫০), পিং- মৃত: জফর আলী সরদার, সাং-কেশবপুর, থানা- কেশবপুর, জেলা- যশোরকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ০১ (এক) কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক ২৩/০১/২০২২ তারিখ জব্দতালিকা করতঃ ডুমুরিয়া থানার মামলা নং-২৪, তারিখ- ২৩/০১/২০২২ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে। উল্লেখ্য যে, ধৃত আসামী আক্তারউজ্জামান ওরফে নুনু (৫০) এর নামে উক্ত মামলাসহ তার নামে মাদক ও অস্ত্র আইনে মোট ০৩ (তিন) টি মামলা রয়েছে।