বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই আমাদের সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বাগেরহাট সদর হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ কর্নার স্থাপন করা হবে।
বুধবার (৩১ জুলাই) সকালে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের আয়োজনে সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, চিকিৎসক সাঈদ হোসেনসহ আরও অনেকে। এর আগে বাগেরহাট সদর হাসপাতাল থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সদর হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসন, সাংবাদিক, চিকিৎসক, সেবিকা ও মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
আলোচনা সভা শেষে সদর হাসপাতালের ড্রেন ও ঝোপঝার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।