অনলাইন ডেস্কঃরাজধানীসহ সারা দেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯২১ জন রোগী। এ পর্যন্ত মারা গেছেন ৮ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৮ হাজার ৭২৫ জন।
রবিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৪৮৩ জন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৪১ জনসহ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বছরের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব কম হলেও জুন ও জুলাই মাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোলরুম।