চ্যানেল খুলনা ডেস্কঃস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকার বায়ুদূষণ ও ধুলাবালি কমাতে ২০টি সুইপিং মেশিন কেনা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এই সুপারিশ করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনসহ নানা রকম সেবামূলক কাজ যেগুলো আগে করা হয়েছে সেগুলো ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী করা হয়নি। নতুন করে ঢাকা শহরে জনসংখ্যা বেড়েছে। সে অনুযায়ী সংস্থাগুলো সেবা দিতে খোঁড়াখুঁড়ির কাজ করছে। তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করেছে। সেবা সংস্থাগুলোর মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, সেটা নিয়ে মাস্টারপ্ল্যান করা হচ্ছে।
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফয়েজ, ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ খান প্রমুখ।