তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের লক্ষ্যে কবি-সাহিত্যিক, লেখক ও পাঠকদের মিলন মেলার মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারীতে বইরাজ্য গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় শিক্ষামূলক সংগঠন ভিনগোলার্ধ ও ক্রীড়া সংগঠন সবুজ সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে সবুজ সংঘ চত্বরে কবিতা আবৃত্তি, সাহিত্যলোচনা, দেশত্ববোধক গানসহ বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বই রাজ্য গ্রন্থাগারে উদ্বোধন করা হয়। এ সময় আনুষ্ঠানিক ভাবে এ গ্রন্থাগারের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা। বক্তব্য রাখেন উজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক সুরঞ্জন দেবনাথ, ভিনগোলার্ধের স্বপ্নদ্রষ্টা জোবায়ের সরদার মার্জিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, সাহিত্যিক বেনজীর আহমেদ টিপু, চানক্য বাড়ৈ, অসীম বিশ্বাস মিলন, পংকজ রায়, কপিল ঘোষ, সমাজ সেবক হরিদাস মজুমদার, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ম-ল প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত।
এ সময় ভিনগোলার্ধ এর স্বপ্নদ্রষ্টা জোবায়ের সরদার মার্জিন বলেন, সকল বয়সী পাঠক বিশেষ করে তরুণদের মধ্যে বইয়ের আনন্দ ছড়িয়ে দিতেই মূলত ভিনগোলার্ধ’র এই প্রয়াস। এখন থেকে যে কোন বয়সের পাঠক বিনামূল্যে সবুজ সংঘ ক্লাবের বইরাজ্য গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়তে পারবেন।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, এ ধরণের আয়োজনের মধ্যে দিয়ে দিয়ে চিতলমারীতে সবার মাঝে বইয়ের আলো ছড়িয়ে দিয়ে পাঠক ও লেখক বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এ ছাড়াও তিনি উপজেলা পাবলিক লাইব্রেরী সচলসহ বই মেলা’র আয়োজন করার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।