তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মবিমুখ গরীব অসহায় ৪’শত পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ৯টায় মধ্যআটারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,মোঃ মোর্শারফ হোসেন,আজিজুর রহমান,ছাত্রনেতা হাফিজুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তালা উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় তালা উপজেলার ১২টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
https://www.facebook.com/ChannelKhulnaOnline/videos/270213014170520/