সাতক্ষীরার তালায় “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিরাব (৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী শুরু হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
বক্তব্য রাখেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও খালিদ হাসান নয়ন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ইনেন্সটেক্টর মোঃ মকবুল হোসেন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় জেএসড়ি নেতা মীর জিল্লুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য লাভলুর রহমান, সাংবাদিক খলিলুর রহমান লিথু প্রমুখ।