”নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি” শীর্ষক ভ্যালুচেইন উপ-প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালায় লিড ফার্মারদের মেন্টরিং প্রোগ্রাম ও কারিগরী সেবা প্রদানে অবদানের জন্য উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে সাস প্রধান কার্যালয় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। মেন্টার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বয়রা মৎস্য অধিদপ্তর কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাবব্রেটরি মনিরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ। সাস এর প্রকল্প সন্ময়কারী মোঃ শাহআলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কামাল আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ,সাসের পরিচালক সেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, পিকেএসএফ প্রতিনিধি নূর আলম, সাসের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহাসিন হোসেন প্রমূখ।